যেখানে মেসি-রোনালদো থেকে সেরা নেইমার

পুরো ফুটবল বিশ্ব বিভিক্ত মেসি এবং রোনালদোর তুলনায়। দুই লিজেন্ডই দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে আসছে। তবে এই মৌসুমে একটি দিক দিয়ে এই দুজনের থেকেও নিজেকে সেরা প্রমান করেছেন অন্য এক খেলোয়াড়।

তিনি নেইমার। মেসির সাবেক সতীর্থ এই তারকা মেসি এবং রোনালদোকেও ছাড়িয়ে গেছেন একটি জায়গায়। প্রতিপক্ষের খেলোয়াড়দের উপর সবচেয়ে বেশি ত্রাস ছড়িয়েছেন তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে নেইমারের কাছাকাছি আছেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় শীর্ষ ২০ এ নেই।

প্রতি ৯০ মিনিটের হিসেবে প্রতিপক্ষের ডিফেন্স লাইন তছনছ করে দিতে নেইমার সফল পাস দিয়েছেন ৫.৮ বার। অর্থাৎ প্রতি ৯০ মিনিটে নেইমারের ৫.৮টি পাস প্রতিপক্ষের দেয়াল ভেঙে দিতে সক্ষম হয়েছে। সেখানে মেসি সফল হয়েছেন ৫.৭ বার। এখানে একটি বিষয় উল্লেখ্য যে, নেইমার মেসির থেকে ২০টি ম্যাচ কম খেলেছে।

মেসি এই মৌসুমে খেলেছেন ৪৬টি ম্যাচ। সেখানে ২৬টি ম্যাচ খেলেছেন নেইমার।

এই দুই তারকার পর তালিকার তিনে আছে কেভিন ডি ব্রুইন (৪.৫৮), চারে আছে হাকিম জিয়েচ (৪.৫৪) এবং পাঁচে আছে লিকিক (৩.৫৯)।