যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও লাওস

আজ শুক্রবার (৩ এপ্রিল) বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও লাওসের। বাংলাদেশ সময় ম্যাচটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু ম্যাচ শুরুর আগে কয়েক দফা বৃষ্টি এবং বড় আকারে ফণীর আঘাত হানার শঙ্কা মিলিয়ে ফাইনাল বাতিলের সিদ্ধান্ত বাফুফের। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদি।

যার ফলে দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও লাওসকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়নের খেতাব জিতলো বাংলাদেশের মেয়েরা।

এবারের টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে মোট ১৮টি গোল দিয়েছে লাওস। অন্যদিকে বাংলাদেশ তিন ম্যাচ খেলে ৭টি গোল দিয়েছে।