রানের পাহাড় গড়তে চায় চেন্নাই

শেষ মুহুর্তে খোলস ছেড়ে বেড়িয়ে এসেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লিকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। আর এই ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।

কোয়ালিফায়ার ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন ফাফ ডু প্লেসিস। দল সঠিক সময়ে জেগে উঠেছে বলেও মনে করেন তিনি।

প্লেসিস বলেন, নিজের উপর বিরক্ত হয়েছিলাম। বেশ কিছু ম্যাচে রান পাচ্ছিলাম না। দিল্লির বিরুদ্ধে ৩৯ বলে ৫০ রান আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ফাইনালেও এমন একটা ইনিংস খেলতে চাই।

প্লেসিস বলেন, ওয়াটশনের সাথে কথা হয়েছে। আমরা অনেক কথাই বলেছি। আমাদের দুজনের মনে হয়েছিল প্রথম ৬ ওভার কাজে লাগাতে হবে। তাহলেই পরের ব্যাটসম্যানদের উপর চাপ কমে যাবে।

আজ ফাইনালে তাই দিল্লির বিপক্ষে এই ম্যাচে সেই ৬ ওভারের নীতিই মেনে ব্যাটিং করতে চান এই দুই তারকা।