রেকর্ডের সামনে দাড়িয়ে রাবাদা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার দারুণ ছন্দে আছে দিল্লি ক্যাপিটালস। গত ৬ মৌসুমে প্লে অফে নাম লেখাতে না পাড়া দলটি এবার নিশ্চিত করেছে শেষ চার। দলের এই সাফল্যের অন্যতম কারিগর প্রোটিয়া পেসার রাবাদা।

২০১৭ সালে রাবাদাকে কিনে নেয় দিল্লি। সেই আসরে নামের প্রতি সুবিচার করতে পারেনি সে। ২০১৮ আইপিএল খেলতে পারেনি ইনজুরির কারণে। আর এবার সেই রাবাদা দলটির সেরা অস্ত্র।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন রাবাদা। দল ১৩টি ম্যাচ খেললেও সর্বশেষ ম্যাচে খেলেনি সে। এই ১২ ম্যাচে তার উইকেট ২৫টি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন পর্যন্ত সেই।

তবে শুধু এবার নয়, আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও হয়ে যেতে পারেন তিনি। সেজন্য তার প্রয়োজন আর ৮টি উইকেট। যদি দিল্লি শীর্ষ দুইয়ে থেকে প্লে অফ নিশ্চিত করে তাহলে তার হাতে আছে অন্তত তিনটি ম্যাচ এবং যদি শীর্ষ দুইয়ে থাকতে না পারে তাহলে তার হাতে আছে নুন্যতম ২টি ম্যাচ।

এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন ডোয়াইন ব্রাভো। তার উইকেট ছিল ৩২টি।