লাইফ সাপোর্টে অভিনেতা এটিএম শামসুজ্জামান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে গত ২৬ এপ্রিল শুক্রবার রাতে অসুস্থবোধ করলে এটিএম শাসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরু থেকেই তিনি প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এরপর সেখানে শনিবার বিকালে তার অস্ত্রোপচার করা হয়।

এ ব্যাপারে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ্ব সালেহ জামান সেলিম জানান, শ্বাস নিতে কষ্ট হওয়ায় গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর আজ তিনটার দিকে ডাক্তাররা তাদের জানান এটিএম শাসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা বেশি ভালো না।

শামসুজ্জামানের মেঝ মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘বাবার লাঞ্চ আপাতত কাজ করছে না। লাঞ্চে ইনফেকশন হয়েছে। আজ সকালে বাবার সিটিস্ক্যান করার কথা ছিল অক্সিজেনের অভাবে সিটিস্ক্যান করা সম্ভব হয়নি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমরা চাই আবার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’