শিরোপার ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর এই টুর্নামেন্টে সবাইকে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বেশ খোশ মেজাজেই আছে টাইগাররা। এবারের এই ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডকে উড়িয়ে দিলেও বাংলাদেশের কাছে উল্টো উড়ে গেছে তারা।

আইরিশদের বিপক্ষে দুই ম্যাচেই ৩০০+ রান করা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে আটকে গিয়েছিল আড়াইশ এর আশে পাশেই। এই দুই ম্যাচের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। সেই সাথে পরের ম্যাচে জিতেছিল ৬ উইকেটে।

বাংলাদেশ এখন এই দলটিকে হ্যাটট্রিক হারের স্বাদ দিতে চায়। সেই সাথে নিজেরা পেতে চায় শিরোপার স্বাদ। এই শিরোপার স্বাদ পাওয়ার ম্যাচে বাংলাদেশের একাদশ হতে পারে..

১. তামিম ইকবাল

২. সৌম্য সরকার

৩. সাকিব আল হাসান

৪. মুশফিকুর রহীম

৫. মিঠুন/লিটন দাস

৬. মাহমুদউল্লাহ রিয়াদ

৭. সাব্বির রহমান

৮. মেহেদী হাসান মিরাজ

৯. মাশরাফি

১০. সাইফ উদ্দিন

১১. মুস্তাফিজ