শ্রীলঙ্কায় খেলতে যাবে বাংলাদেশ!

শ্রীলঙ্কায় কিছুদিন আগেই গীর্জায় বোমা হামলা হয়েছিল। প্রায় আড়াইশত মানুষ নিহত হয়েছিল সেদিনের হামলায়। আর এই হামলার কারণে পাকিস্তান যুব দলও খেলতে যায়নি শ্রীলঙ্কাতে।

তবে এই হামলার পর এখন শ্রীলঙ্কা নিরাপদ এমনটা প্রমান করতে মরিয়া এখন শ্রীলঙ্কা। কেননা, বোমা হামলার কারণে পাকিস্তান এখন ক্রিকেট থেকে অনেক দুরে। বিশ্বের কোন দল এখনও যেতে চায়না সেখানে। আর এমনই কিছুর আশঙ্কা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই তারা নিজেদের দেশ নিরাপদ প্রমান করতে এখন মরিয়া।

আর এই মরিয়া শ্রীলঙ্কা বিশ্বকাপের পর বাংলাদেশকে সিরিজ খেলার জন্য আমন্ত্রন জানিয়েছে। যদিও বাংলাদেশ এখনো কিছু বলেনি।

দুই দলই এখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপের আসর। তারপরই লঙ্কানরা চায় বাংলাদেশ যেন অন্তত তিনটি ওয়ানডে ম্যাচে খেলার জন্য দেশটিতে সফর করে।

তবে বাংলাদেশ সিদ্ধান্ত না জানালেও আকরাম খান ঘুড়িয়ে ফিরিয়ে জানিয়েছেন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আগে থেকেই ঠিক করে রাখা সিরিজের কারণে।

বিশ্বকাপের পর বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। এরপরই বাংলাদেশের সিরিজ খেলার কথা ভারত ও শ্রীলঙ্কার।

সূচি অনুযায়ী এই বছরের শেষের দিকে শ্রীলঙ্কার সাথে সিরিজ রয়েছে বাংলাদেশের।