তাদের থেকে দূরে থাকেন সৌম্য

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌম্যর সমালোচনা হয়। হয় অনেক নেতিবাচক কথা। আর এসব জানেন সৌম্য নিজেও। কিন্তু এসব মন থেকে ঝেড়ে ফেলে ইতিবাচক দিক খুঁজে বেড়ান সৌম্য এমনটাই জানিয়েছেন তিনি।

সৌম্য বলেন, নেতিবাচক কথা যেন আমার উপর প্রভাব না ফেলে সেজন্য নিন্দুকের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। এসব সমালোচনা সবার উপরই প্রভাব ফেলে। কেউ যদি নেতিবাচক কথা বলে খুশি হয় তাহলে আমরও তো শুনতে খারাপ লাগে। তাই এগুলো এড়িয়ে ইতিবাচক ব্যাপার মাথায় নেয়ার চেষ্টা করি।

এই ম্যাচে সেঞ্চুরির আভাস পেয়েও করতে পারেনি সৌম্য। আউট হয়েছেন ৭৩ রান করে। তবে এতে মোটেও মন খারাপ নেই সৌম্যর। তিনি বলেন, ইনিংসটা বড় করতে পারলে ভালো লাগত। আরও আত্মবিশ্বাস পেতাম। আজকে সুযোগটা হাতছাড়া হল। বাকি ম্যাচে যেন এমনটা না হয় সেই চেষ্টাই করব।