সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

গতকাল থেকেই আকাশে মেঘ দেখা দিয়েছে। বৃষ্টিপাতও হয়েছে দেশের কিছু জায়গায়। সেই সাথে ছিল ঝড়ো হওয়া। আর এই বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্ভাবাস থেকে এই সতর্কবার্তা জানানো হয়। একই সাথে সমুদ্রে মাছ ধরার ট্রলার গুলোতে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।