সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সবগুলো দলই নিজেদের সেরা তারকাদের সুযোগ দিচ্ছে খেলার। তবে ব্যাতিক্রম বাংলাদেশ। আজকের ম্যাচে বিশ্রাম দিচ্ছে টাইগার অধিনায়ক মাশরাফিকেই। শুধু মাশরাফি নয়, আজকের ম্যাচে বিশ্রামে থাকতে পারে সাকিব, সৌম্য। এছাড়াও বিশ্রামে থাকতে পারে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

আয়ারল্যান্ডে ওরকম চারটি হাড়-কাঁপানো ম্যাচ খেলে আসার পর নিয়মিতদের বিশ্রাম প্রাপ্যই। প্রায় একই কন্ডিশনে পারফরম করে আসা ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচে বেশি না ঘাঁটানোর পরিকল্পনার চর্চাই বেশি হয়েছে দলের ভেতরে।

মাশরাফির শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে। তাই তিনি খেলবেন না। সাকিব আল হাসানকে নিয়ে কোন রকম ঝুঁকিই নিবে না বাংলাদেশ। তামিম ও রিয়াদ যেকোন একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সে হিসেবে আজকে পাকিস্তানের বিপক্ষে তারা খেলতেও পারেন আবার নাও খেলতে পারেন। তাই আজকের এই ম্যাচে প্রাধান্য পাবে জুনিয়রাই।

তবে যদি সৌম্য না খেলেন তাহলে হয়তো দেখা যাবে তামিম ও লিটনকে ওপেনিং করতে। আর যদি তামিম না খেলেন তাহলে হয়তো সৌম্য ও লিটনকেই দেখা যাবে ওপেনিংয়ে।