সেরা ছন্দে বাংলাদেশ, শতাধিক রান চার জনের

ত্রিদেশীয় সিরিজে বেশ ভালো করছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বলা যায় তাদের ইতিহাসের অন্যতম সেরা ধারাবাহিকতার প্রমান মিলতেছে এই সিরিজে।

সৌম্য দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন। তামিম তো বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভই। সাকিব আল হাসান, লিটন দাস বা মিঠুন মুশফিকরা সবাই দারুণ ব্যাটিং করেছেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের দৃঢ়তায় এই সিরিজে টানা তিনটি ম্যাচেই জিতেছে দাপটের সাথে। চলুন একটু দেখেনেই বাংলাদেশের ব্যাটসম্যানদের এই তিন ম্যাচের পারফর্মেন্স।

তামিম ইকবাল- ৮০+২১+৫৭= ১৫৮ রান।

সৌম্য সরকার- ৭৩+৫৪= ১২৭ রান।

লিটন দাস- ৭৬ রান।

সাকিব আল হাসান ৬১(অপরাজিত)+২৯+৫০= ১৪০ রান।

মুশফিকুর রহীম- ৩২ (অপরাজিত)+৬৩+ ৩৫= ১৩০ রান।

মিঠুন- ৪৩ রান।

মোসাদ্দেক- ১৪ রান।

রিয়াদ- ৩০(অপরাজিত)+৩৫(অপরাজিত)= ৬৫ রান।

সাব্বির- ০(অপরাজিত)+ ৭(অপরাজিত)= ৭ রান।