সৌম্যর সামনে দারুণ রেকর্ডের হাতছানি

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। ইতিহাসে প্রথম এমন কোন শিরোপা জিতল টাইগাররা।

এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন সৌম্য সরকার। শুধু এই ম্যাচেই নয়, ত্রিদেশীয় সিরিজে সৌম্য তিনটি ম্যাচেই ছিলেন দুর্দান্ত। কাকতালীয় ভাবে সৌম্যর খেলা প্রতিটি ম্যাচই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর প্রতিটি ম্যাচেই পেয়েছেন অর্ধশতকের দেখা।

সৌম্য ত্রিদেশীয় সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও পেয়েছিলেন অর্ধশতক। অর্থাৎ একই প্রতিপক্ষের বিপক্ষে টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে যদি ৫০ বা তার বেশি রান করতে পারেন তাহলেই রেকর্ড গড়বেন তিনি। বাংলাদেশের পক্ষে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে কোন একক দলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে পাঁচ অর্ধশতক করবেন তিনি।

এর আগে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস টানা পাঁচটি ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন।