১৮ বছর ধরে আমার কাজ কেউ করে দেয়নি: মাশরাফি

খেলার সাথে সাথে রাজনীতিতে নাম লিখিয়েছেন মাশরাফি। আর এই রাজনীতিতে নাম লেখানোর কারণে দেশে বেশ সমালোচিত ছিলেন মাশরাফি।

মুস্তাফিজও ছিলেন আলোচনায়। তার সাম্প্রতিক সময়ে বোলিংয়ের ধার কমে যাওয়ার কারণে বেশ সমালোচিত হয়েছে। কিন্তু ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট আবার এই দুই জনেরই। এই যে এত নেতিবাচক কথা এগুলোকি মাশরাফিদের উৎসাহিত করে মানুষকে ভুল প্রমান করতে?

মাশরাফি সেদিকে গেলেন না। তিনি বলেন, কাউকে ভুল প্রমানের ইচ্ছা নেই। সেই সুযোগও খুজিনা। আমরা সবসময় নেতিবাচকই। এই যে টুর্নামেন্ট জিতলাম, কেউ বলবে বি দলের সাথে জিতেছে। নিজেদের ছোট রাখতেই আমরা পছন্দ করি। সত্যি বলতে এগুলো নিয়ে কারো সাথে কোন যুদ্ধ নাই। আমি তো খেলি মনের আনন্দে। আমার কাজ যেটা, আমি সেটাই করি। এতদিন ১৮ বছর ধরে তো আমার কাজ কেউ করে দেয়নি। এখনো করে দিবে না।