‘৪০ রানের ওই ইনিংসটি আমাকে আত্মবিশ্বাসী করেছে’

আর কয়েক ঘণ্টা পর শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ। আজ উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ বিকেল ৩টা ৩০ মিনিট খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস টু ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। এ দলে রয়েছে ওপেনার সৌম্য সরকার।

এদিকে, ২০১৫ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকারের ২০ রানের ছোট্ট একটা ইনিংসই জায়গা করে দেয় বিশ্ব মঞ্চে। বিশ্বকাপের মত বড় আসরের আগে অভিজ্ঞতা বলতে জাতীয় দলের হয়ে ওই একটি ম্যাচেই ব্যাটিং করা। বিশ্বকাপে ব্যাট করেছেন তিন নম্বরে, নিয়মিত ওপেনার এনামুল হকের চোট পরবর্তীতে দলে খেলেন ওপেনারের ভূমিকায়।

এরপর ছন্দ হারিয়ে বাদ পড়েছেন দল থেকেও। তবে সৌম্য ফিরেছেন আবার চেনা রুপে, জানিয়েছেন খারাপ সময়টা কীভাবে উতরেছেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৪০ রানের ইনিংসটিকে দেখছেন আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাস বাড়ানোর রসদ হিসেবে। গত বিশ্বকাপে ফিফটি করেছেন মোটে একটা। তবে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেছেন ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস।

এ বিষয়ে সৌম্য বলেন, ‘৪০ রানের ওই ইনিংসটি আমাকে আত্মবিশ্বাসী করেছে। দল হিসেবে তারা দুর্দান্ত বলেই আমার মাথায় তখন অনেক কিছু কাজ করছিল। এত দর্শকের সামনে আর চাপের মধ্যে খেলা আসলেই অনেক বড় কিছু ছিলো। এবার ব্যাপারটা আলাদা, তারপরেও আমি পেছনে ফিরে যেতে চাই। ওই ম্যাচগুলো আমায় অনুপ্রেরণা জোগায়।’