অন্যের কথা শুনে কী করবো, আমার নিজেরই তো খারাপ লাগছে: মাশরাফি

বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পরে বাকী ২টা ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। আর এমন হারের পরেও এবার শুরু হয়ে গিয়েছে সমালোচনার। তবে এই ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি নিজেই। পাশাপাশি তামিমে ফর্ম নিয়েও কথা বলেন তিনি।

বিশ্বকাপে তামিমের ফর্ম ভালো যাচ্ছেন। ফলে কেউ কেউ পারলে তামিমকে বাদ দিয়ে অন্য কাউকে খেলানো কথা বলছে। তবে বাইরে যে যাই বলুন আর হৈচৈ করুন না কেন, তামিম নিজে ভাল খেলতে মুখিয়ে আছেন। তাইতো প্র্যাকটিসে সবার আগে এসে নিজেকে ঝালিয়ে নিয়েছেন।

আজ সোমবার নেটে ৭৫ মিনিট টানা ব্যাটিং করেছেন নিজেকে ফিরে পাবার দৃঢ় প্রত্যয়ে। প্রাণপন চেষ্টা করছেন রানে ফিরতে। বাড়তি ঘাম ঝরাচ্ছেন। নেটে প্রচুর সময় নিয়ে ব্যাটিং প্র্যাকটিসও করছেন। তারপরও তামিমের রানে ফেরায় আপনি কতটা আশাবাদী?

তার ফর্ম নিয়ে মাশরাফির ব্যাখ্যা, ‘তামিম গত চার বছরে আমাদের সেরা ব্যাটিং পারফরমার। দলকে অসাধারণ সার্ভিস দিয়েছে। হয়ত কোন কারণে এবার বিশ্বকাপে তিন ম্যাচে রান পায়নি। তাতে কি? কোন আসরে এমন হতেই পারে। তামিম সাধ্যমত চেষ্টা করছে রানে ফিরতে। সমস্যা কোথায়, তা খুঁজে বের করে সমাধানের চেষ্টাও করছে প্রাণপন।’

শুধু তামিম নয়, সয়ং মাশরাফির ফর্ম নিয়েও চলছে সমালোচনা। তাকেও দলেও বাইরে রাখার কথা বলছে অনেকে। আর বিষয়টি নিজেও অকপটে স্বীকার করেছেন মাশরাফি।

তিনি বলেন, ‘আসলে মানুষ কী বলছে, তা নিয়ে আমি মাথা ঘামাই না। সমালোচনা মেনে নিয়েই বলছি, কে কী তীর্যক কথাবার্তা বলছেন, আর কেমন সমালোচনা হচ্ছে! তারচেয়ে বড় কথা আমি নিজেই অনুভব করছি যে, আমি আমার সেরাটা দিতে পারছি না। আমার নিজেরই খারাপ লাগছে এটা নিয়ে।’