এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান আছেন নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে। আর সেরা ফর্মের সাকিব কতটা ভয়ানক হতে পারে তা এবার খুব ভালো করে দেখছে ক্রিকেট বিশ্ব।
গতকাল আফগানিস্তানের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। আর সেই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন সাকিব।
কি ছিল সেই রেকর্ডগুলো?
১. বিশ্বকাপে এক ম্যাচে ৫০ রান ও পাঁচ উইকেট তুলে নেয়া দ্বিতীয় ক্রিকেটার সাকিব। প্রথম ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং।
২. এক বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট তুলে নেয়া তৃতীয় ক্রিকেটার সাকিব। এর আগে এই কাজটি করেছিল কপিল দেব ও যুবরাজ সিং।
৩. বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেট নেয়া একমাত্র বোলার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।
৪. এক বিশ্বকাপে ৪০০ এর বেশি রান এবং ১০ টির বেশি উইকেট নেয়া প্রথম ও একমাত্র ক্রিকেটার হচ্ছেন সাকিব।