দক্ষিণ আফ্রিকা একাদশে বিশাল পরিবর্তন

বিশ্বকাপের আজকের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে।

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটি বিশ্বকাপে বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ হতে যাচ্ছে। অন্যদিকে এটি দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে প্রোটিয়াদের জন্য। প্রথম ম্যাচে তারা হেরেছিল ইংল্যান্ডের কাছে।

বাংলাদেশের বিপক্ষে ঘুড়ে দাড়ানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন। ডেল স্টেইনের না খেলা নিশ্চিত আগে থেকেই। সেখানে যুক্ত হতে যাচ্ছে আমলার নাম। জোফরা আর্চারের বলে আঘাত পেয়েছিলেন তিনি প্রথম বলে।

এই ম্যাচে তাই দক্ষিণ আফ্রিকার একাদশ হতে পারে:

কুইন্টন ডি কক, মারক্রাম, ফাফ ডু প্লেসি, ভ্যান ডার ধাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফেলোয়াকো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিয়াসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।