বিশ্বকাপে আজকের প্রথম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হয় ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলী ৪ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে ম্যাট হেনরি বলে এলবি হয়ে ফিরে যান ওপেনার লাহিরু থিরিমান্নে। তবে কুসল পেরেরার ব্যাটিং ধীরতায় বিপর্য কেটে ওঠে শ্রীলঙ্কা। তবে এ ধারা বেশি দূর নিতে পারেননি তিনি। ২৪ বলে ২৯ রানে হেনরির বলে ফিরে যান তিনি। পরে বলে আবারও হেনরির আঘাত।
কোন রান না করেই ফিরে যান কুসল মেন্ডিস। কুসল মেন্ডিস আউটের পর চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। কোন মতে বল ঠেকাচ্ছিলে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান। এমন বিপর্যয় থেকে বের হওয়া আগেই আরেক উইকেটের পতন। লোকি ফার্গুসন বলে মাত্র ৪ রান এলবি হয়ে ফিরে যান ধনঞ্জয়া ডি সিলভা।
এরপর ক্রিজে আসেন সাবেক অধিনায়ক মেথুস। ৯ বল খেললেও কোন রান করতে পারেনি। এরপর জীবন মেন্ডসি। ৪ বলে ১ রান করে ফার্গুসনের বলে ফিরে যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬০ রান।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।