বিশ্বকাপে গতকাল ইংল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আর এই ম্যাচে দারুণ বোলিং করা লঙ্কান তারকা মালিঙ্গা গড়েছেন আরেকটি রেকর্ড।
বিশ্বকাপে ৫০ উইকেট শিকার করা বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করেছেন লঙ্কান পেসার। এজন্য তার লেগেছে ২৬টি ম্যাচ।
বিশ্বকাপে মালিঙ্গার আগে ৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন কেবল মাত্র ৩জন বোলার। এরা হলে ম্যাকগ্রা, মুরালিধরন ও ওয়াসিম আকরাম। এই তিন তারকার মধ্যে প্রথম দুজনের লেগেছিল ৩০ ম্যাচ, ওয়াসিম আকরামের লেগেছিল ৩৪ ম্যাচ।