সাকিব এখন মহাতারকা: ফ্লেমিং

এবারের বিশ্বকাপে পুরো বিশ্ব সাকিব আল হাসানকে দেখছে অন্যরকম ভাবেই। এতদিন অলরাউন্ডার সাকিবকে দেখে অভ্যস্ত বিশ্ব এবার দেখছে ভয়ানক এক ব্যাটসম্যান সাকিবকে। আর এই সাকিব এখন মহা তারকা বলেই মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ড্যানিয়েন ফ্লেমিং।

১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তারকা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারের বিশ্বকাপে তিনি হয়েছেন মহাতারকা এমনটাই মত তার।

ফ্লেমিং বলেন, সাকিব আল হাসান ১০ বছর ধরে তারকা ক্রিকেটার ছিলৈন। কিন্তু এই মুহূর্তে তিনি মহাতারকায় পরিণত হয়েছেন। তাকে তিন নম্বরে ব্যাটিং করাটা দারুণ দেখায়।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ৬ ম্যাচ খেললেও একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বাকি ৫ ম্যাচে সাকিব আল হাসান করেছেন ৪২৫ রান যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ।