অবশেষে বাংলাদেশের একাদশে আসছে পরিবর্তন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হার। এরপর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সব মিলিয়ে এই চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ যা নিয়ে হচ্ছে চরম সমালোচনা।

ফর্মে থাকা ব্যাটসম্যান লিটন কুমার দাসকে একটি ম্যাচেও সুযোগ দেয়া হয়নি। অথচ ইংল্যান্ডের মাঠ মানেই হচ্ছে রানের ম্যাচ। আবার রুবেল হোসেনও এখন পর্যন্ত একটি ম্যাচেও একাদশে সুযোগ পায়নি। এই দুই তারকার সুযোগ না পাওয়া নিয়েই কথা উঠছে বেশি।

তাই সমালোচনার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

লিটন কুমার দাস, সাব্বির রহমান, রুবেল হোসেন। তিন তারকার কে আসবে একাদশে এবং কে বাদ হবে তা এখনো পরিষ্কার নয়। কাকে বাদ দিয়ে কাকে নেয়া যেতে পারে সেটা জানেনা স্বয়ং পাপনও। তবে একাদশে অন্তত একটি পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে পাপনের কথায় মনে হল পরিবর্তন আসতে যাচ্ছে বোলিংয়েই। যেহেতু মাঠ ছোট তাই মিরাজকে বসিয়ে বা মোসাদ্দেককে বসিয়ে দেখা যেতে পারে রুবেল হোসেনকে।