অবশ্যই একদিন তারেকের শাস্তি কার্যকর হবে : তথ্যমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘শিষ্টাচার বহির্ভূত’ বলে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যের বিষয়েতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শিষ্টাচার আমাদের বিএনপির কাছে শিখতে হবে না। মির্জা ফখরুলকে বলব তার নেতৃত্বকে শিষ্টাচার শেখানোর জন্য।’

সোমবার (১০ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গিয়ে খালেদা জিয়ার দুয়ারে পনের-বিশ মিনিট দাঁড়িয়ে ছিলেন, কিন্তু গেট খোলা হয়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং টেলিফোন করেছেন। টেলিফোনে খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন সেটি সমস্ত শিষ্টাচার বহির্ভূত ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দুর্নীতির মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ও একুশে আগস্ট হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আদালত কারো বিরুদ্ধে দণ্ড দিলে তিনি যদি সরকারি কর্মকর্তাও হন, এমনকি সরকারদলীয় এমপিও হন তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। অবশ্যই একদিন তারেকের শাস্তি কার্যকর হবে। সেটাই প্রধানমন্ত্রী বলেছেন। এখানে শিষ্টাচার বহির্ভূত হওয়ার কিছু হয়নি।’