অস্ট্রেলিয়ার বিপক্ষে নেই সাইফ উদ্দিন

ব্যথা নিয়েই খেলেছিলেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে ৬ ওভারের বেশি করতে পারেননি ব্যথার কারণে।

শঙ্কা জেগেছিল বিশ্বকাপের শুরুর ম্যাচগুলো খেলা নিয়ে। কিন্তু ব্যথা নিয়েই খেলেছেন এখন পর্যন্ত খেলা বাংলাদেশের চারটি ম্যাচের সবগুলোই।

কিন্তু এবার সম্ভবত আর হচ্ছে না। পিঠের ব্যথাটা এবার বড্ড বেড়েছে। যার কারণে এবার তাকে জায়গা ছাড়তেই হচ্ছে। ব্যথার কারণে গতকাল বুধবার অনুশীলন করেনি সাইফউদ্দিন। জানা গেছে, এবারের এই ব্যথাকে হালকা করে দেখার কোন সুযোগই নেই।

আজকে সকালে ফিটনেস টেস্ট হওয়ার কথা সাইফের। সেখানেই জানা যাবে তার খেলা নিয়ে। তবে জানা গেছে, সাইফকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ। সেক্ষেত্রে একটুও যদি সমস্যা থাকে তাহলেও তাকে খেলাবেনা টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য যে, বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলারই সাইফ। এখন পর্যন্ত ৯টি উইকেট পেয়েছেন তিনি ৪ ম্যাচ খেলে।