আজ আট রেকর্ডের সামনে দাড়িয়ে বাংলাদেশ

বিশ্বকাপে আজকের একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশের তারকারা আটটি মাইলফলকের সামনে দাড়িয়ে আছে।

কি সেই আট মাইলফলক জেনেনিন:-

১. আজ ৭৬ রান ও ২ উইকেট পেলেই বিশ্বকাপের ইতিহাসে একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন সাকিব।

২. আর মাত্র ৮ রান করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তারকাদের মধ্যে সর্বোচ্চ রান হবে তামিমের। পেছনে ফেলবেন হাবিবুল বাশারকে।

৩. হাফসেঞ্চুরি করতে পারলে টানা ৬ ওয়ানডেতে হাফসেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করবেন সাকিব। স্পর্শ করবেন বিশ্বকাপে টানা ৫ হাফসেঞ্চুরি করার রেকর্ড।

৪. আর দুটি উইকেট পেলে রাজ্জাককে টপকে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবেন মাশরাফি।

৫. আর ১০ রান করতে পারলে তামিমের বিশ্বকাপে রান হবে ৬০০।

৬. ৪৮ রান করতে পারলে মুশফিকের বিশ্বকাপে রান হবে ৭০০।

৭. বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের ৫০০ রান পূর্ন করতে প্রয়োজন আর মাত্র ৯ রান।

৮. আশরাফুলকে টপকে বিশ্বকাপে রান সংগ্রাহক হিসেবে সেরা পাঁচে চলে আসতে সৌম্যর প্রয়োজন ২৭ রান। তাহলেই তার রান হবে ৩০০ যা আশরাফুলকে ছাড়িয়ে যাবে।