আফ্রিদির বোলিং তাণ্ডবে চরম বিপর্যয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপের ৩৩তম ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। সেমিতে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিতার কোন বিকল্প নেই পাকিস্তানের। বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে খেলাটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সঠিক সময়ে টস হয়নি। এক ঘণ্টা পরে টস হয় এবং খেলা ১ ঘন্টা দেরিতে শুরু হয়।

ছয় ম্যাচে কোন হার নেই নিউজিল্যান্ডের। ১১ পয়েন্টি নিয়ে তালিকায় ২য়তে আছে তারা। অন্যদিকে, সমান ম্যাচ খেলে তাদের ২ জয় ও ৩ হারে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় ৭ নম্বরে রয়েছে। তাই জেতা ছাড়া তাদের কোন বিকল্প নেই।

টসে জিতে ব্যাটিংয়ে করা সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটকে নেমে প্রথম ওভারে ৫ রান করলেও পরে ওভারে আমিরের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান মার্টিন গুপটিল। ৪ বলে ৫ রান করেন তিনি। এরপর শাহীন আফ্রিদির আঘাত। কলিন মুনরোকে ১২ রানে ফিরিয়ে দেন তিনি।

এরপর আবারো তার আঘাত। ফিরে গেলেন রস টেলর। ৮ বলে মাত্র দুই রান করে ফিরে যান তিনি। এরপর আফ্রিদির তৃতীয় শিকার। ১৪ খেলে মাত্র ১ রান করে সরফরাজ ক্যাচ দিয়ে ফিরে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হরিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গুপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।