আমি মনে করি তারাই এবারের বিশ্বকাপ শাসন করবে : অশ্বিন

বিশ্বকাপে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে দুইটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। আজ নিজেদের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এদিকে এবারের বিশ্বকাপে ভারত আধিপত্য বিস্তার করবে বলেই মন্তব্য করেছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে টেনেছেন অস্ট্রেলিয়াকে। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া একাই বিশ্বকাপ শাসন করেছিল। এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘অস্ট্রেলিয়া যেমন ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে একক আধিপত্য বিস্তার করেছিল, তেমনি ভারতও শাসন করবে এবারের বিশ্বকাপ।’

এদিকে এবারের বিশ্বকাপে অফ স্পিনারদের কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমানে অফ স্পিন গুরুত্ব পাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ডানহাতি ক্রিকেটারের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতি স্পিনারের প্রয়োজন রয়েছে।’

এরপর তিনি বলেন, ‘সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অফ স্পিনারের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। তবে আপনি যদি আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) দিকে তাকান, তাহলে দেখবেন হরভজন সিং ও আমি অফ স্পিন অপরিহার্যভাবে করতে পারিনি। এটি একটি উপলব্ধি এবং এর পরিবর্তন ঘটবে। যদি আপনি সুযোগ পান।’