আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ এক আর্জেন্টাইন

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হেরেছিল আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে কোপা আমেরিকা শুরু করেছিল লিওনেল মেসিরা।

এবার সেখান থেকে ঘুড়ে দাড়ানোর লড়াইয়ে আগামীকাল ফের মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের মত অবস্থা তৈরি হয়ে যেতে পারে মেসিদের।

তবে বিদায় নিয়ে ভাবছেনা আর্জেন্টিনা। তারা ভাবছে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচকে নিয়েই।

প্রচন্ড চাপের মধ্যে থাকা আর্জেন্টিনা এই ম্যাচে ঘুড়ে দাড়াবে এমনটাই বিশ্বাস ডি মারিয়ার। তিনি বলেন, এমন অবস্থায় আমরা আগেও পড়েছি, ঘুড়ে দাড়িয়েছিল। এবারও ঘুড়ে দাড়াব।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, এক ম্যাচ হারায় হাহাকার করার মত কিছুই হয়নি। দুটো ম্যাচ বাকি আছে। সেই জন্য আমরা তৈরি।

এদিকে এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আরেক আর্জেন্টাইনই। তিনি হলেন প্যারাগুয়ের কোচ এদুয়ার্দো বারিজ্জো। ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছিলেন তিনি ডিফেন্ডার হিসেবে।

এই ম্যাচের আগে তিনি বলেন, আর্জেন্টিনা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমি নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী।