আলিমদারের ভুলে বেঁচে গেলেন জেশন রয়

ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার আজকের মহাগুরুত্বপূর্ন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংসের ১১তম ওভারেই পেয়েছে ভাগ্যের ছোয়া।

বোলিংয়ে তখন হার্ডিক পান্ডিয়া। ব্যাটসম্যান জেশন রয়। ইনজুরি ফেরত এই তারকা তখন ২১ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের রানও তখন বেশ দ্রুত গতিতেই বেড়ে চলছিল। তাই ব্রেকথ্রো দরকার ছিল।

ইনিংসের ১১তম ওভারের ৫ম বলটি করেন হার্ডিক। বল জেশন রয়ের লেগ সাইড দিয়ে বেড়িয়ে যায়। তবে বেড়িয়ে যাওয়া সেই বলে ক্যাচের আবেদন করে ভারতীয় তারকারা।

আম্পায়ার আলিম দার সেই আবেদন সাড়া দেননি। নিজেদের মধ্যে আলোচনা করে রিভিউ নেয়া থেকে বিরত থাকে কোহলি। আর সেটাই যেন হয়ে যায় চরম ভুল।

রিপ্লেতে দেখা যায়, বল জেশন রয়কে অতিক্রম করার সময় হাতের গ্লাভসে চুমু খেয়ে ধোনির গ্লাভসে জমা পড়ে। কিন্তু ভারত রিভিউ না নেয়ায় বেঁচে যান তিনি। এরপর ওই ওভারের পরের দুই বলে একটি ছক্কা ও একটি চার মারেন রয়।