আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন মুশফিক

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুশফিক।

গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ বল খেলে ৯টি চার ও এক ছক্কায় অপরাজিত ১০২ রান করেন মুশফিক। আর এই বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটে এনিয়ে সপ্তম সেঞ্চুরি করেন মুশফিক।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে ১০০ রান করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার শতরানের ইনিংস খেলার মধ্য দিয়ে বিশ্বকাপে ২৬ ম্যাচে মুশফিকের সংগ্রহ দাঁড়ায় ৭৫৪ রান। অবশ্য এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৪৪৭ রান করে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এক ম্যাচ কম খেলে ৪২৫ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৯৬ রান নিয়ে তিনে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।