ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে এটা কয়েকজনের জন্য জরুরি ছিল : মাশরাফি

আগামীকাল ৮ জুন (শনিবার) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে আজ বৃষ্টির কারণে অনুশীলন করতে পারে নি বাংলাদেশ দল।

আর এ নিয়ে হতাশ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজকের অনুশীলন কয়েকজনের জন্য জরুরি ছিল বলেই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টুর্নামেন্টের ভেতরে চলে এসেছি। অনুশীলন করে যে খুব বেশি কিছু হবে তেমনটাও না। তবে কয়েকজনের জন্য অনুশীলন করা জরুরি। আমার জন্য আজকের অনুশীলন সেশনটা জরুরি ছিল। যে সব জিনিস আমার মাঠে হচ্ছে না, সেগুলো নিয়ে কাজ করা জরুরি ছিল। তামিমও একই জিনিসটা অনুভব করছে। যারা দলে সেরা সার্ভিসটা দিতে পারছে না, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘যারা ফর্মে আছে, তাদের সবকিছু ঠিকঠাক হচ্ছে। তাদের একটু আরামে থাকা প্রয়োজন। আবহাওয়ার সঙ্গে তো কিছু করার নেই। এই মুহূর্তে আত্মবিশ্বাসের লেভেলটা ঠিক রাখা জরুরি।’