ইকুয়েডরকে উড়িয়ে দিয়ে অভিযান শুরু উরুগুয়ের

আর্জেন্টিনা নয়, ব্রাজিলের পথেই হাটল উরুগুয়ে। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে উড়িয়ে দিয়ে মিশন শুরু করেছে লুইস সুয়ারেজের দল। ম্যাচে তারা জিতেছে ৪-০ গোলে।

ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে যেতে মাত্র ৬ মিনিট প্রয়োজন হয়েছিল উরুগুয়ের। দলটির তারকা নিকোলাস লুডেইরোর গোলে এগিয়ে যায় সুয়ারেজরা। পিছিয়ে পড়ার পর আরও বড় একটি ধাক্কা খায় ইকুয়েডর। ম্যাচের ২৪ মিনিটে জোসে কুইন্টেরস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

১০ জনের দল নিয়ে আর লড়াই করতে পারেনি দলটি। ম্যাচের ৩৩ মিনিটে কাভানির গোল লিড দ্বিগুন করে উরুগুয়ে। প্রথমার্ধের শেষ দিকে সুয়ারেজের গোলে ম্যাচের গতিপথ এক রকম নিশ্চিত করে ফেলে উরুগুয়ে।

প্রথমার্ধে ৩ গোল হজম করা ইকুয়েডর দ্বিতীয়ার্ধে আটকে রাখে উরুগুয়েকে। এই অর্ধে উরুগুয়ের কোন তারকা গোল করতে পারেনি। তবে ম্যাচের ৭৮ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে জয়ের ব্যবধান বাড়িয়ে দিয়েছিল ইকুয়েডর তারকা অর্তো মিনা।