উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে পেরু

কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয়েছে শক্তিশালী দল উরুগুয়ের। কোয়ার্টার ফাইনালে তারা হেরেছে পেরুর বিপক্ষে। টাইব্রেকারে পেরুর কাছে ৫-৪ গোলে পরাজিত হয়েছে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ী দলটি।

ম্যাচে উরুগুয়ের তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ম্যাচের ২৯ মিনিটের সময় প্রথম গোলটি করে উরুগুয়ে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর এডিসন কাভানি এবং লুইস সুয়ারেজেরও দুটি গোল বাতিল হয় পরবর্তি সময়ে।

শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় পেনাল্টিতে এবং সেখানে লুইস সুয়ারেজ পেনাল্টি মিস করে বসেন। তার পেনাল্টি মিসের খেসারত দিয়ে বিদায় নেয় উরুগুয়ে।