উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার, উইকেটের খোঁজে শ্রীলঙ্কা

বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কাম। এবারের বিশ্বকাপে এটি দুই দলেরই ৫ম ম্যাচ হতে যাচ্ছে। আগের চারটি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে শ্রীলংকা।

টসে হেরে ব্যাট করতে উড়ন্ত সূচনা করেছে অস্ট্রেলিয়ান দুই ওপেনার। ১৩ ওভারে শেষ হলেও এখনো অবিচ্ছিন্ন রয়েছে দুই ওপেনার। ওয়ার্নার ২২, অ্যারন ফিঞ্চ ৪২ রান করে অপরিজিত আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৯ রান।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, ম্যাক্সওয়েল, আলেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, কেন রিচার্ডশন, জ্যাশন বেহরেনডর্ফ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, লাহিরু থিরিমানে, কুশাল মেন্ডিস, ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলিন্ডা শ্রীবর্ধনে, লাসিথ মালিঙ্গা, নুয়াদ প্রদিপ।