এই সমীকরণে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। এই চারটি দল এখন লড়াই করছে সেমিফাইনালের জন্য। প্রথম তিনটি দলের মোটামুটি নিশ্চিত হলেও চতুর্থ স্থানের জন্য লড়াই করছে তারা।

চলুন আমরা আগে দেখে নেই এই চারটি দলের শেষ ম্যাচগুলোর প্রতিপক্ষ কারা।

ইংল্যান্ডের= ভারত + নিউজিল্যান্ড।
বাংলাদেশ= ভারত + পাকিস্তান।
পাকিস্তান= বাংলাদেশ + নিউজিল্যান্ড + আফগানিস্তান।
শ্রীলঙ্কা= দক্ষিণ আফ্রিকা + ওয়েস্ট ইন্ডিজ+ ভারত।

সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের প্রথম শর্ত নিজেদের ম্যাচগুলো জিততে হবে। তাহলেই দেখা হবে অন্য সমীকরণ গুলো।

ইংল্যান্ডের হারতে হবে দুটি ম্যাচেই। তাদের প্রতিপক্ষও শক্তিশালী দুই দল। তাই হারের সম্ভাবনাও আছে তাদের।

পাকিস্তানের প্রতিপক্ষ তিন দলের মধ্যে একটি তো বাংলাদেশের সাথে। বাংলাদেশ যদি নিজেদের দুটি ম্যাচ জিতে তাহলে এই ম্যাচটি অটো হেরে যাচ্ছে পাকিস্তান। বাকি দুটি দলের মধ্যে একটি হারলেই যথেষ্ট।

শ্রীলঙ্কার প্রতিপক্ষ দলগুলো অনেকটাই শক্তিশালী। তারা যদি দুটি ম্যাচেও হারে (যদি বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতে) তাহলেই হবে বাংলাদেশের জন্য।