একটি বিষয় নিয়ে চিন্তিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

আজ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। দ্য ওভালে বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। র‌্যাংকিংয়ে দু’দলের ব্যবধান চার! বাংলাদেশ যেখানে সাত নম্বরে, দক্ষিণ আফ্রিকা সেখানে তিনে। বাজির দরেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

‌এদিকে, প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারায় মানসিক চাপে রয়েছে প্রোটিয়ারা। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে না পারলে বিপাকে পড়বে তারা। ৫ জুন তাদের প্রতিপক্ষ ভারত। তবে প্রতিপক্ষের চাইতে দক্ষিণ আফ্রিকা তাদের দলের মূল খেলোয়াড়দের চোট নিয়েই বেশি চিন্তিত।

সংবাদ সন্মেলনে এসে এমনটাই জানিয়েছেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার বলেন, চাপের কোন ব্যাপার না এখানে, প্রত্যেক ম্যাচেই চাপ থাকে।’

তবে দলের মূল খেলোয়াড় হাশিম আমলা ও ডেল স্টেইনের চোটের কারণে চিন্তায় আছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে, স্বস্তিতে নেই বাংলাদেশ দলও। টাইগার শিরিবেও হানা দিয়েছে চোট। টাইগার ওপেনার তামিম ইকবাল শুক্রবার নেটে প্রাকটিসে চোট পেয়েছেন। তামিমের দেওয়া তথ্য অনুযায়ী, তার হাতে কোন চিড় নেই, জায়গাটা একটু থেতলে গেছে। ফোলা আছে, আছে একটু ব্যথাও। তবে বিশ্বকাপে তিনি টাইগারদের প্রথম ম্যাচে খেলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে চিন্তা আছে। তিনি পিঠের ব্যথায় ভুগছেন। সাইফউদ্দিন অনিশ্চিত থাকলে তার পরিবর্তে রুবেলের খেলার সম্ভাবনা বেশি। দুই দলের খেলোয়াড়দের ফিটনেসেই এখন চোখ ক্রিকেট ভক্তদের।