একাদশে জায়গা পাচ্ছেন লিটন-রুবেল, কপাল পুড়ছে যাদের

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে একটিতে জয় ও বাকি দুইটিতে হেরেছে টাইগাররা। আগামী ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর অপরিবর্তিত একাদশ নিয়েই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশে আসতে পারে দুইটি পরিবর্তন। একাদশে লিটন দাসের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত।

লিটনকে জায়গা দিতে গিয়ে একাদশের বাইরে যেতে হবে মোহাম্মদ মিঠুনকে। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ২১, ২৬ ও ০ রান করেছেন মিঠুন। অন্যদিকে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ৭৬ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন।

এদিকে কন্ডিশনের ভিত্তিতে চতুর্থ পেসার খেলানোর চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের। এতে করে একাদশে জায়গা পাচ্ছেন পেসার রুবেল হোসেন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে হবে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে। তবে বোলিংয়ে পরিবর্তন আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল সকালে টিম ম্যানেজমেন্টের সভায়।