এক ম্যাচেই ৩০ ফাউল

কোপা আমেরিকাতে জয় দিয়ে শুরুটা করেছিল ব্রাজিল। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা গেল উল্টো পথে। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে দলটি।

কোপা আমেরিকার গত দুই আসরের ফাইনালিষ্টরা এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে তেমন কোন চাপই তৈরি করতে পারেনি। উল্টো খেলা হয়েছে মারকাট। শটের চেয়ে বেশি ছিল ফাউল। পুরো ম্যাচে দুই দল মিলে যেখানে ৮টি অন টার্গেটে শট নিয়েছে সেখানে ফাউলই ছিল ৩০টি।

আর্জেন্টিনা ফাউল করেছে ১৩টি, ১৭ টি ফাউল ছিল কলম্বিয়ার। ম্যাচে রেফারিও ছিল বে ব্যস্ত। সাত বার কার্ড দেখাতে হয়েছে তাকে। আর্জেন্টিনার তিনজন এবং কলম্বিয়ার চারজন দেখেছে কার্ড।

তারমধ্যেই গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে আর্জন্টিনাকে হতাশ করে এগিয়ে যায় কলম্বিয়া। রজার মার্তিনেজের এই গোলের পর ম্যাচের ৮৬ মিনিটে দুভান জাপাটার গোলে হার নিশ্চিত হয় মেসিদের।