এখনো টুর্নামেন্টের অনেকটা বাকি: মেসি

কোপা আমেরিকার এবারের আসরে হার দিয়ে শুরু হল মেসির আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজকে ২-০ গোলে হেরেছে তারা।

এমন হারের পর আর্জেন্টিনার এই টুর্নামেন্টে ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দলটির তারকা লিওনেল মেসি এখনো নিজেদের সম্ভাবনা দেখছেন।

মেসি বলেন, “এখান থেকেও ইতিবাচক দিক রয়েছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখন অভিযোগ জানানোর সময় নেই। আমাদের সামনে তাকাতে হবে। আমাদের মাথা উচু রাখতে হবে। টুর্নামেন্টের এখনো অনেকটা বাকি।”

“তারা বল ভালোভাবে ধরে রেখেছিল। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু যখন আমরা সামনের দিকে এগুতে চাইলাম দ্বিতীয়ার্ধে, তারা গোল করল। যখন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে শুরু করলাম তখন তারা দ্বিতীয় গোলটিও করল।”

“আমরা এটা থেকে শিখা নিয়ে পরের ম্যাচে নামব। আমরা আমাদের উপর নির্ভরশীল। হার দিয়ে শুরু করাটা কঠিন কিন্তু আমরা যদি প্যারাগুয়েকে হারাতে পারি তাহলে ভালো অবস্থানে ফিরে আসব।”