এবার স্টার স্পোর্টসকে ধুয়ে দিলেন পিসিবি সভাপতি

গত ক্রিকেট বিশ্বকাপে ‘মউকা মউকা’ বিজ্ঞাপন বানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল খেলাধুলা সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। এবারের বিশ্বকাপেও উস্কানিমূলক ভিডিও বানিয়ে সমালোচনার শিকার হয়েছে তারা।

এবারের বিশ্বকাপে ‘বাপ রে বাপ’ নামক এক বিজ্ঞাপনে তারা ভারতের প্রভাব দেখিয়ে চলেছে। স্টার স্পোর্টসের এমন অপেশাদার আচরণের জন্য তাদের এক হাত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি।

তিনি বলেন, ‘আমার মনে হয় আইসিসির বিষয়টি মাথায় নেয়া উচিত। স্টার বিশ্বকাপের প্রধান সম্প্রচারক। তারা তো ভারতীয় সম্প্রচারক নয়, তারা আইসিসির সম্প্রচারক। সকল দলের প্রতি তাদের নিরপেক্ষ আচরণ করা উচিত। তারা যে বিজ্ঞাপন বানালো এটা মোটেও ক্রিকেটের অংশ নয়।’

তিনি আরো বলেন, ‘আপনারা পাকিস্তানের কাছ থেকে বাড়তি কিছু পাবেন না। তারা বিশ্বকাপে শুধু ক্রিকেট খেলতেই গেছে। আমরা ক্রিকেটকে সবসময়ই স্বদিচ্ছা প্রকাশের হাতিয়ার হিসেবে দেখি। সম্পর্ক উন্নয়নের রাস্তা মনে করি। আমরা বিষয়টাকে এভাবেই রাখতে চাই। এটা একটা খেলা। ভদ্রলোকের খেলা। সেটা তাই থাকা উচিত।’