ঐতিহাসিক রেকর্ডের সামনে সাকিব যা ভাঙতে পারবেনা কেউ

ক্রিকেট ইতিহাসে কিছু রেকর্ড আছে যা কখনোই কেউ ভাঙতে পারে না। যেমন বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা তারকার রেকর্ড কখনোই ভাঙা সম্ভব না। কেননা, যে যতই সেঞ্চুরি করুক, সেটা কখনোই প্রথম সেঞ্চুরি হবে না।

আবার বিশ্বকাপের ইতিহাসে প্রথম উইকেট যিনি নিয়েছিলেন তার রেকর্ড কখনো ভাঙা সম্ভব না। এবার ঠিক তেমনই একটি রেকর্ডের সামনে দাড়িয়ে সাকিব আল হাসান যা কেউই ভাঙতে পারবে না।

বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের রান ছিল ৫৪০। গত তিন বিশ্বকাপে এই রান করেছিল সাকিব। এবার চলতি বিশ্বকাপে এরই মধ্যে সাকিব করেছে ৩৮৪ রান। সব মিলিয়ে সাকিবের রান হয়েছে ৯২৪। অন্যদিকে সাকিব আল হাসানের উইকেট এখন ২৮টি।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম অলরাউন্ডার হিসেবে ১০০০ রান এবং ৩০ টি উইকেট নেয়ার সামনে দাড়িয়ে এখন সাকিব আল হাসান। আর মাত্র ২টি উইকেট এবং ৭২ রান প্রয়োজন সাকিবের এই রেকর্ড গড়ার জন্য।

সাকিবের আগে এই রেকর্ড গড়ার খুব কাছে গিয়েছিল জয়সুরিয়া ও স্টিভ ওয়াহ। তিন বিশ্বকাপে স্টিভ ওয়াহ করেছিলেন ৯৭৮ রান ও ২৭ উইকেট। জয়সুরিয়া করেছিলেন ১১৬৫ রান। তবে উইকেটে ৩০ ছুতে পারেনি। থেমেছিলেন ২৭ সংখ্যাতেই।