ওর যেভাবে উন্নতি হয়েছে, এ মুহূর্তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সে : হাথুরুসিংহে

বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পরে বাকী ২টা ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ১১ জুন বিশ্বকাপে নিজেদের চতুর্থম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচে মাঠে নামার আগে শ্রীলঙ্কান কোচ ও বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথা বলেছেন তার ছাত্রদের নিয়ে।

বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের রান মেশিন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আর এই মুশফিককে এ মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করে সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, আপনি খেয়াল করে দেখবেন, ২০১৫ বিশ্বকাপ থেকে কীভাবে উন্নতি করেছে মুশফিকুর রহিম। এ মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সে। দারুণ হার্ড ওয়ার্কার। অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে মুশফিকুর রহিম নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি সব সময় তার এই নিষ্ঠা আর পরিশ্রমকে শ্রদ্ধা করি।