ওয়েস্ট ইন্ডিজ যদি আর কিছু রান করত তাহলে লিটনের সেঞ্চুরি হত: মোসাদ্দেকের মা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড ভাঙা গড়ার ম্যাচে বাংলাদেশ ক্যারিবিয়দের ৩২২ রান টপকে যায় ৫১ বল হাতে রেখেই। ৭ উইকেটের বিশাল এই জয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেজায় খুশি।

তবে এই খুশির মধ্যেও আছে কিছুটা হতাশা আর আফসোস। সেটা হল লিটন দাসের ব্যাটিং নিয়ে। ৯৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তিনি।

হযতো সেঞ্চুরি হয়ে যেত। কিন্তু আর কোন রানই যে ছিল না। বাংলাদেশ ততখনে ম্যাচ জিতে গেছে। তাই ৬ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিটনকে।

লিটনের এই সেঞ্চুরি দেখতে চেয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের মা। ম্যাচ শেষে তিনি বলেন,

“সাকিব-তামিম-মুশফিক-লিটনরাও আমার সন্তান। আমি মোসাদ্দেকের ব্যাটিং যেমন পছন্দ করি, তেমন পছন্দ করি অন্যদের ব্যাটিংও। দোয়া করি সবার জন্যই। মোসাদ্দেক-মাহমুদউল্লাহ যদি ব্যাটিংয়ের সুযোগ পেত তাহলে ভালো হত। সামনের দিনগুলোতে তারা ভালো করবে। তবে ওয়েস্ট ইন্ডিজ আর কিছু রান করলে লিটনের সেঞ্চুরিটাও হত। এক ম্যাচে দুই সেঞ্চুরি হত তাহলে।”