কপাল পুড়ছে সাব্বিরের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচটি যে মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

যদি সেটাই হয় তাহলে বাংলাদেশের একাদশে দেখা যাবে বাড়তি স্পিনার। কেননা মাহমুদউল্লাহ রিয়াদ এখনো বোলিং করতে পারেন না। সে কে?

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি ঘুড়িয়ে ফিরিয়ে যেন বলে গেলেন উত্তরটা। জানিয়ে দিলেন, আমরা এমন কাউকে নিব যে বোলিং এবং ব্যাটিং দুইটাই পারে।

মাশরাফি বলেন, অতিরিক্ত স্পিনার নেওয়ার কথা আমরা ভাবছি। এই মুহুর্তে পরিষ্কার করা কঠিন তবে আমরা ভাবছি। যদি ভাবতে চাই তাহলে সাত নম্বর পজিশনে ব্যাটিং প্লাস অফ স্পিনার। বাঁহাতি স্পিনার তো নাই। তাই অফ স্পিনিং অলরাউন্ডারের কথা ভাবছি। তবে এখনো নিশ্চিত নয়

মাশরাফির কথার সাথেই তো মিলে যাচ্ছে। সাব্বিরের জায়গায় তাই চলে আসছে মোসাদ্দেক। আগামীকাল ম্যাচে তাই এটাই হতে পারে বাংলাদেশের একাদশের চমক।