কোন হিসেবে বললেন সেটাই মাথায় ধরল না

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে সাকিব আল হাসান। বিশ্বকাপে এখন পর্যন্ত ৪৭৬ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ১০টি। অনেকের মতেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন পর্যন্ত সাকিব আল হাসান।

কিন্তু এই সাকিব আল হাসানের নাম না নিয়ে সাবেক অজি তারকা ব্র্যাড হগ বলেন এবারের বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হার্ডিক পান্ডেয়া।

হগের এমন মন্তব্যের পর তার সমালোচনা করে খোদ ভারতীয়রাই। সমালোচনায় তাকে ধুয়ে দেয় ভারতের ভক্তরা।

তাদের মতে, এবারের বিশ্বকাপে হার্ডিক পান্ডেয়া এমন কিছুই করতে পারেনি। তার চেয়ে সাকিব এবং বেন স্টোকস অনেক ভালো খেলেছে।

হগের টুইটের জবাব দিতে গিয়ে একজন লিখেন, আমি একজন ভারতীয় এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে, সাকিব এই বিশ্বকাপের সেরা অলরাউন্ডার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াটশনের সাথে যৌথ ভাবে সেরা।

আরেকজন লিখেন, পান্ডিয়া থেকে স্টোকস ও সাকিব ভালো। আপনি কোন হিসেবে পান্ডিয়াকে সেরা বললেন সেটা আমার মাথায় ধরল না।

কিছুদিন আগে মাশরাফিরও সমালোচনা করেছিলেন এই হগ। তিনি বলেছিলেন মাশরাফি দলকে পেছনের দিকে টেনে ধরে রাখছে।