গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ছে তুলার গুদাম

গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটেছে তা এখনও জানা যায়নি।

শনিবার ( ১ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, সকালে একটি টিনশেডের তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই গুদাম ও তুলা পুড়ে গেছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরো নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার আতিকুর।