গেইল-হোপের বিদায়ে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

চলতি বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ২ রান করেই ওকসের বলে বোল্ড হয়ে ফিরেন লুইস। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন গেইল ও হোপ। কিন্তু ব্যক্তিগত ৩৬ প্ল্যাঙ্কেটের বলে উড়িয়ে মারতে গিয়ে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন তিনি।

এরপর ১১ রান করে উডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন হোপ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ান মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মার্ক উড, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট ও জোফরা আর্চার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরণ হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গাব্রিয়েল, শেলডন কোটরেল ও ওশানে থমাস।