চাঁদ দেখতে কেনা হচ্ছে ৫০ লাখ টাকা দামের উন্নত প্রযুক্তির যন্ত্র

চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির যন্ত্র কিনবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। থিওডোলাইট জাতীয় এসব যন্ত্রের প্রতিটির দাম পড়বে প্রায় ৫০ লাখ টাকা। এবার ঈদুল ফিতরের আগে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কমিটির একাধিক সদস্য এবারের ঈদুল ফিতরের চাঁদ দেখা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে মন্ত্রণালয়ের কৈফিয়ত চান। ধর্ম প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে সচিব আনিছুর রহমান কমিটিকে জানান, এবার ঈদ চাঁদবিষয়ক সিদ্ধান্ত ঘোষণার আগে ৪০-৪৫ জন আলেমের পরামর্শ নেওয়া হয়েছে। প্রথম ঘোষণার আগে কোথাও চাঁদ দেখার খবর মেলেনি।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন না। তার পক্ষে কমিটির বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেন মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান। কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে গতকালের বৈঠকে অংশ নেন সদস্য শওকত হাচানুর রহমান রিমন, মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচএম ইব্রাহিম, তাহমিনা বেগম ও রত্না আহমেদ।

বৈঠক শেষে বিষয়টি নিয়ে রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, চাঁদ দেখার জন্য টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। চাঁদ দেখা নিয়ে বিতর্ক এড়াতে মন্ত্রণালয়কে সতর্ক থাকার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহারের প্রস্তাব দিয়েছে কমিটি। মন্ত্রণালয় জানিয়েছে, তারা আধুনিক যন্ত্র কিনবে।

তিনি আরও জানান, আসন্ন হজ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এবার ইমিগ্রেশন হবে ঢাকায়। বিমানের ফ্লাইট নিয়েও সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।