ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপ বঙ্গবন্ধুর বিরোধিতা করত: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সরকারের অন্যতম শরিক দল ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে জাতীয় সংসদে কড়া সমালোচনা করেছেন।

রবিবার (২৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এভাবেই রাশেদ খান মেননের সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপ বঙ্গবন্ধুর বিরোধিতা করত। মতিয়া গ্রুপ বিরোধিতা করত না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী এই সদস্য বলেন, ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপ বঙ্গবন্ধুর বিরোধিতা করত। মতিয়া গ্রুপ বিরোধিতা করত না। কিন্তু এনএসএফ প্রথমে বিরোধিতা করেছে পরে করে নাই। মেনন-মতিয়া গ্রুপ এদের সবাইকে মিলেই ছাত্র সংগ্রাম পরিষদ। সেই পরিষদের আহ্বায়ক হিসেবে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেন। জনগণের সামনে ওয়াদা করে তারা বঙ্গবন্ধু উপাধি দিল, কত বড় নির্লজ্জ পরে তারা বঙ্গবন্ধু বলে না।

শেখ সেলিম বলেন, অনেকে বাংলাদেশের জাতির পিতা সাজতে চায়। এরা কোথায় ছিল? ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যে ভাষণ দেন সেখানেই বাংলাদেশ নামটা দেন।