জাভেদ – শোয়েব আখতারদের ধুয়ে দিলেন সরফরাজ

চলতি বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফরম্যান্স করছে পাকিস্তান। শুধু মাত্র প্রতিবেশি দেশ আফগানিস্তানে চেয়ে এক ধাপ এগিয়ে। ৫টি ম্যাচ খেলে এক জয় ৩ হার ও এক পরিত্যাক্ত ম্যাচে পয়েন্ট পেয়েছে ৩। পয়েন্ট তালিকাল ৯ নম্বরে তাদের অবস্থা। দলে এমন হারে জন্য অধিনায়ক সরফরাজ আহমেদের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সর্বশেষ ভারতের বিপক্ষে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারের পর পরিস্থিতি আরও করুণ হয়ে দাঁড়িয়েছে দলের খেলোয়াড়দের জন্য। তবে সবচেয়ে বেশি তুলোধুনার শিকার হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

শুধু তাই নয়, বিভিন্ন কাণ্ড নিয়েও বড় বিপাকে পড়েছেন পাক অধিনায়ক। বিশ্বকাপে মাঠে দল খারাপ করায় মাঠের বাইরে রসিকতার শিকার হচ্ছেন সরফরাজ। সাবেকদের কঠোর সমালোচনার শিকারও হতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। এমনকি দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই সরফরাজের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন।

এতো সমালোচন। এতো কটু কথা। আর কতক্ষণ সহ্য করা যায়! সাবেকদের উদ্দেশ্য করে সরফরাজ বলেছেন, ‘তাদের (পাকিস্তানের সাবেক ক্রিকেটার) সমন্ধে কিছু বললে ইস্যু হয়ে যাবে। তাই কিছু বলব না। তারা আমাদের খেলোয়াড় বলেই মনে করে না। এ জন্য কিছু বললেই আঘাত হিসেবে ভেবে নেবে। তারা নিজেদের সৃষ্টিকর্তা ভেবে টিভির সামনে বসে থাকে।’

আকিব জাভেদ ও শোয়েব আখতার উদ্দেশ্যে পাক অধিনায়ক বলেন, ‘আপনি যেকোনো কিছু বলতে পারেন। দলের চাপ এখানে ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ঘটনা ঘটেছে। আমরা জানি পাকিস্তানি সমর্থকরা আবেগি এবং তাদের রাগ অবশ্যই সমর্থনযোগ্য। আমরা বুঝতে পারছি যে তারা কতটা হতাশ। আমরা তাদের থেকেও বেশি দুঃখিত, আমরা আরও বেশি হতাশ।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচটিতে অবশ্য জয়ের স্বপ্ন দেখিয়ে পাকিস্তান দলপতি বলেন, ‘টুর্নামেন্ট এখনও উন্মুক্ত, তাই আমাদের একটি সুযোগ আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ হিসেবে চিন্তা করছি। আশা করি আমরা আগামীকালের (আজকের) ম্যাচটি জিততো পারব।’