টস হেরে যা বলল কোহলি

বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। ভারতের জন্য তেমন গুরুত্বপূর্ন না হলেও ইংল্যান্ডের জন্য বাঁচা মরার ম্যাচই এটা। আর এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড একাদশ থেকে বাদ পড়েছে মঈন আলী। দলে এসেছে লিয়াম প্লাঙ্কেট।

ভারতের একাদশেও এসেছে পরিবর্তন। বিজয় শঙ্কর আজকের ম্যাচে নেই। তার জায়গায় এসেছে রিশাব পান্ট।

টসে হারা নিয়ে কোহলি বলেন, কোন প্রবলেম নেই। আমরা রান তাড়া করা পছন্দ করি। তবে টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। আমরা বিশ্বকাপে প্রথম ম্যাচের পর আর কোন ম্যাচেই রান তাড়া করিনি। তাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা প্রতিপক্ষের দিকে তাকাই না। সেজন্যই আমরা টুর্নামেন্টে ধারাবাহিক।

ভারতের একাদশ: লুকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশাব পান্ট, কেদার যাদব, ধোনি, হার্ডিক পান্ডে, মোহাম্মদ সামি, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, জসপ্রিট বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জেশন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, মরগান, বেন স্টোকস, জস বাটলার, ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।